“শত শহীদের আত্মবলিদান বৃথা যাবে না” এই স্লোগানে পিসিপির সাবেক সভাপতি ও ইউপিডিএফের অন্যতম সংগঠক শহীদ মিঠুন চাকমার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্ত্বরে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখা।
বুধবার (৩ জানুয়ারি ২০২৪) সন্ধ্যায় আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে পিসিপি চবি শাখার সাংগঠনিক সম্পাদক ভুবন চাকমার সঞ্চালনায় ‘শহীদ মিঠুন চাকমার জীবনী’ নিয়ে প্রবন্ধ পাঠ করেন একই শাখার তথ্য ও প্রচার সম্পাদক সুদর্শন চাকমা। বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর চবি শাখার সংগঠক জশদ জাকির, পিসিপি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক সোহেল চাকমা। সভাপতিত্ব করেন পিসিপি চবি শাখার সভাপতি সুদেব চাকমা।


Post a Comment