“শত শহীদের আত্মবলিদান বৃথা যাবে না” এই স্লোগানে পিসিপির সাবেক সভাপতি ও ইউপিডিএফের অন্যতম সংগঠক শহীদ মিঠুন চাকমার ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুদ্ধিজীবী চত্ত্বরে স্মরণসভা ও প্রদীপ প্রজ্বলন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও মহানগর শাখা।
বুধবার (৩ জানুয়ারি ২০২৪) সন্ধ্যায় আয়োজিত এই স্মরণ অনুষ্ঠানে পিসিপি চবি শাখার সাংগঠনিক সম্পাদক ভুবন চাকমার সঞ্চালনায় ‘শহীদ মিঠুন চাকমার জীবনী’ নিয়ে প্রবন্ধ পাঠ করেন একই শাখার তথ্য ও প্রচার সম্পাদক সুদর্শন চাকমা। বক্তব্য দেন বিপ্লবী ছাত্র মৈত্রীর চবি শাখার সংগঠক জশদ জাকির, পিসিপি কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক সোহেল চাকমা। সভাপতিত্ব করেন পিসিপি চবি শাখার সভাপতি সুদেব চাকমা।


إرسال تعليق