খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ সংগঠক শহীদ মিঠুন চাকমার স্মরণে প্রদীপ প্রজ্জ্বলন করেছে পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) পানছড়ি উপজেলা শাখা।
বুধবার (৩ জানুয়ারি ২০২৪) বিকাল ৫টার সময় মিঠুন চাকমার উদ্ধৃত “একটা জাতিতে অধিকারের স্বপ্নকে যুগ যুগ ধরে বাঁচিয়ে রাখতে হয়” এই মন্ত্রকে উপজীব্য করে পানছড়ি বাবুরো পাড়ায় এই প্রদীপ প্রজ্জ্বলনের আয়োজন করা হয়।
এই স্মরণ অনুষ্ঠানে সঞ্চালনা করেন পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীলময় চাকমা।
শুরুতে শহীদ মিঠুন চাকমার প্রতিকৃতিতে সম্মান-শ্রদ্ধা ও ভালবাসা জানিয়ে ফুলের তোরা নিবেদন করে সমবেত এক ঝাঁক শিশু-কিশোর। এরপর শহীদ মিঠুন চাকমাসহ সকল শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।
এর পরপরই উপস্থিত শিশু-কিশোর-জনগণের উদ্দেশ্যে পাহাড়ি জনগণের মুক্তির আন্দোলনে মিঠুন চাকমার অবদান তুলে ধরে সংক্ষিপ্ত বক্তব্য দেন পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক সমর চাকমা। এতে উপস্থিত ছিলেন হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি নীতি চাকমা, সাধারণ সম্পাদক রিতা চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বরুণ চাকমা প্রমুখ। এছাড়া ইউপিডিএফসহ ৩ সংগঠনের নেতা-কর্মীগণও এতে উপস্থিত ছিলেন।

Post a Comment