![]() |
রাডার বিজয় দিবস সংখ্যা |
রাডার সম্পাদকীয়
সুপ্রিয় পাঠক, প্রাণালা রক্তিম অভিবাদন। আপনাদের ব্যাপক সাড়া আমদের অনুপ্রাণিত করেছে। স্রেফ 'রাডার' কেনা অথবা বেচার অন্যে অনেককে নিগৃহীত হতে হয়েছে। অনেককে পরতে হয়েছে শরীরিক নির্যাতনের
মতো সহজলভ্য অলংকার। কিন্তু তা সত্ত্বেও ঐ দানবীয় হিংস্রতা আপনাদের "মার্ডার হলেও রাডার কিনবো' -- এই বুকফাটা
বজ্র উচ্চারণকে রুদ্ব করতে পারেনি। পারেনি বাডারের প্রতি আপনাদের অকৃত্রিম ভালোবাসাকে মার্ডার করতে। আমরাও আপনাদের অদম্য সাহস ও ভালোবাসাকে আমদের বুকে ধারণ করে দৃঢ়ভাবে ঘোষনা করতে চাই 'মার্ডার হলেও রক্ত-অক্ষরে নিপীড়িত-নির্যাতিত
জনতার কথা লিখে যাবে রাডারের পাতায় পাতায়।"
তাই প্রিয় পাঠক, শ্যোন দৃষ্টির রোষানলে
পড়েছি আমরা। শত্রুর সন্দেহ জনক গতিবিধি রাডরে স্পষ্ট। সম্মুখে কর্কটের অশুভ রাহু উদ্যত। যে কোন মুহুর্তে ৭৪' এর মরনাস্ত্র আবার আঘাত হানতে পারে রাডারকে। অসহ্য নরকযন্ত্রনায় গোঙাতে পারে আমাদের প্রচণ্ড প্রতিবাদী কণ্ঠ। তবুও আমরা শংকিত নই। কারণ তারুণ্যের মহাশক্তির কোনো মৃত্যু নেই। আমরা অনেক কাঠখড় পুড়িয়েছি রাডারের রাহুমুক্তিতে। প্রয়োজনে যে কোন অশুভ শক্তির অগ্নিকুণ্ডে তারুণ্যের সতীত্ব পরীক্ষা দেবো অধিকারহারা দুর্ভাগা জনতার কথা বলতে। প্রিয় পাঠক, আমাদের সুখে, দুঃখে, বেদনাতে আমো শুধু আপনদের ভালোবাসার উষ্ণ উত্তাপ বুকে নিবিড়ভাবে অনুভব করতে চাই।
গণঅভ্যুত্থানের পর এক বছর পেরুলো। সামরিক স্বৈরাচার সারে গ্যাছে শাসন কোঠামো থেকে। আজকের বিংশতিতম বিজয় বর্ষেও তো গণতন্ত্রের প্রাণখোলা নিঃশ্বাস নিতে পারছি না। গণতন্ত্রের আদ্যাক্ষরও ভাবা যায় না আমাদের পার্বত্য চট্টগ্রামে। অলিখিত সামরিক শাসন চলছে সুদীর্ঘ কাল থেকে। এভাবে কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী এ দেশের জওয়ান সেনাদের ভাবমুর্তিকে ধ্বংস করছে। হীন স্বার্থে সেনা ভাইদের অবতীর্ণ করনো হচ্ছে হানাদারের ভূমিকায়। একাত্তরে যারা দুর্ভাগা জনতার মুক্তির জন্য লড়েছিল জীবন বাজী রেখে, আজ তারই পার্বত্য জনতার (অস্তিত্বের) সংগ্রামকে দমন করতে ব্যস্ত।
কি বিচিত্র আমাদের এই দেশ।
আমরা সেনাবাহিনীর নয়, সেনাশাসনের বিরোধী। তাই আমরা পার্বত্য চট্টগ্রামে অচিরেই সেনাশাসনের অবসান কামনা করি। এই বিংশতিতম বিজয় বর্ষিকীতে নির্বাচিত সরকারকে অবশ্যই গণতন্ত্রের পরীক্ষা দিতে হবে।
প্রিয় পাঠক, সামনে ইংরেজী নববর্ষের অগ্রিম শুভেচ্ছ।
বিস্তারিত পড়তে নিচের লিংক থেকে ডাউনলোড করুন -

Post a Comment