রাডার রাহুমুক্তি সংখ্যা --- হিল লিটারেচার ফোরাম-এর একটি অনিয়মিত প্রকাশনা।


রাডার  রাহুমুক্তি সংখ্যা

 

রাডার - সম্পাদকীয়

-------------------------------------

        থেকে পাঁচ শত সত্তর দিন আগে ১৯৭৪ এর ধারা ১৭() সি-তে প্রদত্ত দানবীয় ক্ষমতার রাহু গ্রাস করে আমাদের "রাডার" সংকলনের পরবর্তী সকল প্রকাশনাকে। অতপর দীর্ঘকাল প্রচণ্ড ক্ষোভ, ঘৃণা আর প্রতিবাদের লক্ষ আগ্নেয়গিরি লালন করেছি। অসহ্য দুঃসময়ের মহাসাগর পাড়ি দিয়েছি যেন প্রতিদিন। নব্বইয়ের ছাত্র-গণ আন্দোলনের প্রলয়ে ধুসে পড়ে স্বৈরাচার। নিষেধাজ্ঞা প্রদানের তিন শত পঁচিশ দিন পর স্বরাষ্ট্র মন্ত্রণালয়, রাজনৈতিক শাখা-, রাষ্ট্রপতির আদেশক্রমে সালমা নাসরীণের একটি সাদা খামের চিঠি আসে শান্তি নিকেতনে। নিষেধাজ্ঞা প্রত্যাহার হয়। আমরাও রাহুমুক্ত হই।

সুতরাং "রাডার" পূনর্জন্মের প্রাণপণ নিরলস আয়োজন। কিন্তু চরম আর্থিক দৈন্যতার অনিবার্য ব্যারিকেড। মহাকাশ ধৈর্য, অদম্য প্রচেষ্টা আর ঐকান্তিক ইচ্ছা ধারণ করে ডিঙিয়ে যাই আরও অনেক বাধার প্রাচীর। স্বভাবতই প্রসব বেদনা। অবশেষে "রাডার"-এর সংকটময় জন্মলাভ।'

সুপিয় পাঠক/পাঠিকা, নৈমিত্তিক সংকট কাটাতে প্রয়োজন আপনাদের নিবিড় সহায়তা। আমরা কোন দল বা গোষ্ঠীর দায়গ্রন্থ নই। আমরা আপনাদের কাছেই দায়বদ্ধ। তাই আমাদের প্রকাশনার অগ্রযাত্রাকে অব্যাহত রাখতে আপনাদের সার্বিক সাহায্যই একমাত্র মূলধন।

অতএব, অবাধ, সরাসরি যোগাযোগের সেতু রচিত হওয়া অত্যাবশ্যক।

তাহলে হাত বাড়িয়ে দিন।


বিস্তারিত পড়তে নিচের লিংক থেকে ডাউনলোড করুন - 


Post a Comment

Previous Post Next Post