রাডার সংকলন --- হিল লিটারেচার ফোরাম-এর একটি অনিয়মিত প্রকাশনা।

রাডার সংকলন
 

প্রকাশ কাল: ১লা নভেম্বর '৮৯ ইং

সম্পাদকীয়

            চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস অঙ্গনে সাহিত্যমনা সৃজন প্রয়াসী ছাত্র/ছাত্রীদের কাছে "রাডার" অতি পরিচিত একটি দেয়ালিকা। ভাষা আন্দোলনের বীর শহীদদের মহনে আত্মোৎসর্গকে'কে শ্রদ্ধা নিবেদন করে ২১শে ফেব্রুয়ারী, ১৯৮৭ ইং সনে "রাডার" এর প্রথম আত্মপ্রকাশ। সেই থেকে অনিয়মিতভাবে "রাডার" এর কিছু লেখা "সংকলন" আকারে ব্যাপক পাঠক সমাজে ছড়িয়ে দেবার চিন্তাভাবনা শুরু। এবারের "রাজার সংকলন" সেই প্রচেষ্টার অংশ হিসেবে পাঠক সমাজের কাছে আমাদের ক্ষুদ্র  নিবেদন।

গোড়াতেই স্বীকারোক্তি করা দরকার-"রাডারে" প্রকাশিত লেখা-গুলো সবে চচ্চার পর্যায়ে। এখনও তথ্যবহুল কিংবা গবেষনাধর্মী হয়ে উঠতে পারেনি। তাছাড়া, একটি দেয়ালিকার মতো সীমাবদ্ধ আঙ্গিকে যতটুকুসম্ভব, লেখাগুলোর ব্যাপ্তি তার মাঝে আবদ্ধ। "রাডার সংকলনকে" সেই দৃষ্টিকোন থেকে দেখলে তবেই যথাযথভাবে দেখা হবে। যে কোন মতামত আলোচনা-সমালোচনা সাদরে গ্রহণীয়।

বিস্তারিত পড়তে নিচের লিংক থেকে ডাউনলোড করুন - 

রাডার সংকলন


আমাদের কাছে লেখার ঠিকানাঃ

সম্পাদক

”রাডার”

হিল লিটারেচার ফোরাম

৩০৯, শান্তি নিকেতন

 চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়,

চট্টগ্রাম।



Post a Comment

Previous Post Next Post