![]() |
| স্যাটেলাইট |
সম্পাদকের ডেস্ক থেকে
সুপ্রিয় পাঠক
আমাদের সংগ্রামী শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন গ্রহণ করুন। পার্বত্য আকাশে বহু বছর ধরে বিরাজ করছে এক অশুভ কীট। প্রত্যেক জুম্ম জনগণকে আক্রান্ত করছে এই অশুভ কীটের বিষাক্ত লেলিহান শিখা। তাই আর কাল ক্ষেপণ নয়। আসুন, নির্মূল করে ফেলি এই অশুভ কীটকে।
আবার আঘাত করা হলো 'রাডার'কে। সেই ৭৪-এর স্বৈরাচারী কালো আইন ৯৯ (ক) ধারা দিয়ে। রাভারের উপর এই স্বৈরাচারী আক্রমণ, শুধু হিল লিটারে চার ফোরামের নয়, গোটা জুম্ম জনগণের প্রতিবাদী কণ্ঠকে স্তব্ধ করা হলো। আমরা তার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।
”হিল লিটারেচার ফোরাম" মনে করে একটি প্রকাশনাকে বন্ধ করে দিয়ে জুম্ম জনগণের কণ্ঠকে কখনো স্তব্ধ করা যাবে না। একটি 'রাডার' বন্ধ করে দিয়ে জুম্ম জনগণের প্রতিবাদের ভীতকে কখনো গলা টিপে হত্যা করা যাবে না।
পার্বত্য চট্টগ্রামের সমস্যা একটি জাতীয় রাজনৈতিক সমস্যা। এ সমস্যা সমাধানের লক্ষ্যকে সামনে রেখে পার্বত্য জনগণসহ দেশের সচেতন মহলের মতামত প্রকাশের মঞ্চ হিসেবে হিল লিটারেচার ফোরামের উদ্যাগে 'স্যাটেলাইট' প্রকাশ করা হলো।
'স্যাটেলাইট'-এর সম্পাদনা, প্রকাশ, মতামত ইত্যাদির ব্যাপারে হিল লিটারে চার ফোরামের কোন দায় দায়িত্ব নেই।
এই প্রকাশনা সকল নিপীড়িত ও গণতন্ত্রকামী জনগণের। তাই সাহায্যের হাত বাড়িয়ে দিন।
বিস্তারিত পড়তে নিচের লিংক থেকে ডাউনলোড করুন -

Post a Comment