![]() |
| চট্টগ্রামের বিক্ষোভ |
জেএসএস সন্তুপন্থী ছাত্র নামধারী মাস্তানদের কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় তথ্য প্রচার ও প্রকাশনা সম্পাদক রোনাল চাকমা ও রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক শামিন ত্রিপুরার ওপর হামলার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)।
আজ রবিবার (১২ মে ২০২৪) রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম নগর, খাগড়াছড়ি জেলা সদর, পানছড়ি ও রাঙামাটি জেলা বাঘাইছড়িতে এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয় : গতকাল পিসিপির দুই নেতার ওপর হামলার প্রতিবাদে আজ রবিবার (১২ মে) দুপুর ১২টায় রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা। মিছিলটি রাবি পরিবহণ মার্কেট থেকে শুরু করে কলা ভবন প্রদক্ষিণ করে একই স্থানে এসে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের রাবি শাখার সাধারণ সম্পাদক শামিন ত্রিপুরা ও বিপ্লবী ছাত্র মৈত্রী রাবি শাখার সভাপতি শাকিল হোসেন। সংহতি জানিয়ে নাগরিক ছাত্র ঐক্যের সভাপতি মেহেদী হাসান মুন্না, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের আহ্বায়ক ফুয়াদ রাতুল, ছাত্র ইউনিয়নের যুগ্ম আহ্বায়ক রাকিব হোসেন, বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের আহ্বায়ক তারেক আশরাফ প্রমুখ।
![]() |
| রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিসিপির বিক্ষোভ |
বক্তারা অভিযোগ করে বলেন, দীর্ঘসময় ধরে জেএসএসপন্থী পিসিপির রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অবস্থান থাকার পরও পাহাড়ের নিপীড়ন নির্যাতন ইস্যু নিয়ে কোনো ধরণের কর্মসূচি লক্ষ্য করা যায়নি, আন্দোলন সংগঠিত করতে পারেনি। তাদের মতো সরকারপন্থী দালাল ও লেজুড়বৃত্তি তৈরি করার অপচেষ্টা চালিয়েছিল। আমরা যখন পাহাড়ের নিপীড়নের বিরুদ্ধে কথা বলছি তখন বিশ্ববিদ্যালয়ের সাধারণ জুম্ম শিক্ষার্থীদের হামলা, হুমকি ও ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে।
চট্টগ্রাম : রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পিসিপি'র ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম মহানগর শাখা।
আজ রবিবার বিকাল ৫টায় চট্টগ্রাম নগর চেরাগী পাহাড় মোড়ে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের আগে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি চেরাগী পাহাড় মোড় থেকে বের হয়ে আন্দরকিল্লা মোড় প্রদক্ষিণ করে একই স্থানে এসে এক সমাবেশে মিলিত হয়।
![]() |
| চট্টগ্রামের পিসিপির বিক্ষোভ |
বক্তারা আরো বলেন, বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে যে রাজনৈতিক দমন-পীড়ন চলছে তাতে জেএসএস সন্তুপন্থী সংগঠনের সুবিধাবাদীরা মনোব্রত পালন করে আসছে। বম জাতিসত্তার উপর রাষ্ট্রীয় বাহিনীর নিষ্ঠুর নিপীড়ন-নির্যাতন ও নিরীহ গ্রামবাসীদের গণগ্রেফতার করে জেলে প্রেরণ করলেও সরকারপন্থী জেএসএসের দালালরা নীরব ভূমিকা পালন করেছে। সরকারের সাথে আঁতাত করে দলকে টিকিয়ে রাখার জন্যে জেএসএসের মুখোশ পড়া সন্ত্রাসীরা উন্মাদ হয়ে ওঠেছে। তারা একদিকে নিজেদের সরকারপন্থী দাবি করে সরকারের সুযোগ-সুবিধা আদায় করার চেষ্টায় মগ্ন, অন্যদিকে পার্বত্য চট্টগ্রামের প্রকৃত অধিকার আদায়ের আন্দোলন ব্যাহত করার জন্যে ছাত্রসমাজকে বিপথে পরিচালিত করছে। সেজন্য ছাত্রসমাজকে সর্বোচ্চ সতর্কতার সাথে জেএসএসের আপোষকামী দালালদের মোকাবেলা করতে হবে।
খাগড়াছড়ি জেলা সদর : জেএসএস সন্তুপন্থী ছাত্র নামধারী মাস্তানদের কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ছাত্র পরিষদের দুই নেতাকে হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা শহরে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) খাগড়াছড়ি জেলা শাখা।
আজ রবিবার বিকাল ৪টায় খাগড়াছড়ি জেলা শহর স্বনির্ভরে এই বিক্ষোভ মিছিল করা হয়।
![]() |
| রাবিতে দুই নেতাকে হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপি বিক্ষোভ |
তিনি এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে হামলার সাথে জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। একই সাথে তিনি সন্ত্রাস, মাস্তানি পথ পরিহার করে ক্যাম্পাসে সুষ্ঠু ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য আহ্বান জানান।
পানছড়ি : পিসিপির দুই নেতার ওপর হামলার প্রতিবাদে খাগড়াছড়ি জেলা পানছড়িতে বিক্ষোভ মিছিল করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) পানছড়ি উপজেলা শাখা।
আজ দুপুর ২:৩০ টায় পানছড়ি উপজেলা মনিপুর থেকে একটি মিছিল শুরু করা হয়। মিছিলটি বরকলক দোকান সামনে ঘুরে মনিপুর দোকানে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় সমাবেশে পিসিপির পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীল ময় চাকমা বক্তব্য রাখেন।
![]() |
| পানছড়িতে বিক্ষোভ |
বাঘাইছড়ি : জেএসএস সন্তুপন্থী মাস্তানদের কর্তৃক রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পাহাড়ি ছাত্র পরিষদের দুই নেতাকে হামলার প্রতিবাদে রাঙামাটি জেলা বাঘাইছড়িতে বিক্ষোভ সমাবেশ করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) বাঘাইছড়ি উপজেলা শাখা।
আজ রবিবার দুপুরে বাঘাইছড়ি উপজেলার বঙ্গতুলিতে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে পাহাড়ি ছাত্র পরিষদের বাঘাইছড়ি উপজেলা শাখার সভাপতি প্রকাশ চাকমার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক পূর্ণ চাকমার সঞ্চালনায় বক্তব্য রাখেন পিসিপির কেন্দ্রীয় সদস্য অমিত চাকমা ও গণতান্ত্রিক যুব ফোরামের সাজেক থানা শাখার সভাপতি নিউটন চাকমা।
সমাবেশে অমিত চাকমা বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চতর মেধা এবং মুক্ত বুদ্ধি চর্চার স্থান যা একজন ছাত্র তার জাতির ও সমাজের নেতৃত্বের ভূমিকা পালন করবে। কিন্তু জেএসএস (সন্তু) সমর্থিত ছাত্র নামধারী মাস্তানেরা সন্ত্রাসী কয়দায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্র নেতা রোনাল চাকমা ও শামীন ত্রিপুরার ওপর হামলা করেছে।
সমাবেশে প্রকাশ চাকমা বলেন, ’৯৭ এর পর থেকে সন্তু লারমা খুনের রাজনীতি ভ্রাতৃঘাতী সংঘাত জিইয়ে রেখেছে। ছাত্র সমাজকে বিভক্ত ও নানা বিভ্রান্তি ছড়িয়ে তাঁর স্বার্থ হাসিল করছে। জাতির এই প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে ছাত্র সমাজকে সংগঠিত হয়ে প্রতিবাদ করতে হবে।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দুই পিসিপির নেতার ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং ঘটনার জড়িতদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
সমাবেশ থেকে তিনি পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণের একমাত্র মুক্তির সনদ পূর্ণস্বায়ত্তশাসনের দাবি আদায়ের আন্দোলন বেগবান করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, গতকাল (শনিবার) রাত সড়ে ৯টার সময় রিক্সায় করে রাবি ক্যাম্পাসের শেরেবাংলা হলে যাবার সময় ড. কুদরাত-ই-খুদা ভবনের সামনে জেএসএস সন্তুপন্থী ছাত্র নামধারী জীনিচ চাকমা, সুরেন্দ্র তঞ্চঙ্গ্যা, সুমন চাকমাসহ ওঁৎ পেতে থাকা ১০-১৫ জন সন্তু লারমার জেএসএস সমর্থিত সন্ত্রাসীরা রোনাল চাকমা ও শামীন ত্রিপুরার ওপর অতর্কিত হামলা চালায়। এতে তারা দু’জনই শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।






Post a Comment