কাউখালীতে নারী সমাবেশে আসা অতিথিদের হামলার প্রতিবাদে খাগড়াছড়িতে পিসিপির বিক্ষোভ মিছিল।

খাগড়াছড়িতে পিসিপির তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল



খাগড়াছড়ি প্রতিনিধি,

১২জুন,২০২৫


কল্পনা চাকমার অপহরণকারীদের বিচারের দাবিতে হিল উইমেন্স ফেডারেশনের নারী সমাবেশ শেষে কাউখালী থেকে  ফেরার পথে সেনা মদদে  বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা, এক্টিভিটিজ মার্জিয়া প্রভা, ইউল্যাবের শিক্ষক অলিউর সানের ওপর  সেটলার কর্তৃক হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে পাহাড়ি ছাত্র পরিষদ। 

আজ ( ১২জুন,২০২৫) বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিলটি টিউফা স্কুলের সামনে  থেকে শুরু হয়ে নারাঙহিয়ে রেড স্কোয়ারে এসে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।সমাবেশে বক্তব্য রাখেন খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক তৃষ্ণাঙ্কর চাকমা । 

তিনি বলেন, কাউখালিতে নারী সমাবেশ থেকে ফেরার পথে সেনাবাহিনী-ডিজিএফআইদের মদদে সেটলার বাঙালি কর্তৃক বিপ্লবী ছাত্র মৈত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা, মার্জিয়া প্রভা ও অলিউর সানদের রাস্তায় আটকিয়ে হামলা করে মারধর করা হয়েছে। তিনি উদ্দেশ্যে প্রোণোদিত  হামলার তীব্র নিন্দা জানায়। এমন হামলাকে রাষ্ট্রের নাগরিকের অধিকার চরম লঙ্ঘন এবং গণতান্ত্রিক অধিকারকে খর্ব করা হয়েছে বলে জানান ।


তিনি অবিলম্বে এই হামলার সাথে জড়িত সেটলারদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে প্রশাসনের প্রতি আহ্বান জানান ।

Post a Comment

أحدث أقدم