শূন্যতা হতে প্রাপ্তি


অমল ত্রিপুরা, সভাপতি, কেন্দ্রীয় কমিটি, পাহাড়ি ছাত্র পরিষদ 

পিসিপির নবগঠিত কমিটিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন পিসিপির সাবেক সভাপতি ও ইউপিডিএফ সংগঠক থুইক্যচিং মারমা

একটা আদর্শ, চেতনা লালন করে যিনি বা যারা বছরের পর বছর সংগ্রাম করে সংগঠনকে এগিয়ে নেয়ার চেষ্টা করেছিলেন এবং আগলে রেখেছিলেন এতদিন, সংগঠন থেকে তাদের সম্মানজনকভাবে বিদায় নেওয়াটা আমাদের মধ্যে কিছুটা হলেও শূন্যতা অনুভব হবে। তবে এই শূন্যতার মাঝেও আমরা সংগঠন ও নবীন যোদ্ধাদের পেয়েছি। যারা কঠিন পরিস্থিতি মোকাবেলা করে নিরলসভাবে সংগঠনের কাজ করে যাচ্ছেন। শত্রু, প্রতিপক্ষদের হুমকি, ভয়-ভীতি ও আক্রান্তের শিকার হয়েও ১০-১২ বছর ধরে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে আসছেন। নবীন যোদ্ধাদের এই ত্যাগ নিশ্চয় সংগঠনের একটা সম্ভাবনাও তৈরি করবে। শূন্যতা হতে প্রাপ্তি এই দু'টির মাঝে আমাদের দায়িত্ব গ্রহণ ও আগামী দিনের অগ্রযাত্রা। 

আমরা মনে করি দায়িত্ব গ্রহণ করা বা দায়িত্ব নেয়াটা বড় বিষয় নয়, কাজের মাধ্যমে তা প্রমাণ দিতে পারা এবং নিষ্ঠার সাথে দায়িত্ব ও কর্তব্য পালন করতে পারাটাই হচ্ছে বড় বিষয়। শত প্রতিকূল পরিস্থিতির মাঝেও সুষ্ঠুভাবে কাজ সম্পাদন করতে পারাটাই হচ্ছে নতুন কমিটির সামনে দিনের চ্যালেঞ্জ। এই সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে আমাদের ওপর সংগঠনের অর্পিত দায়িত্ব সৎ ও নিষ্ঠার সাথে পালনের প্রচেষ্টা থাকবে। পার্বত্য চট্টগ্রামে অধিকারহারা দুঃখি মানুষের অধিকার ও অস্তিত্ব রক্ষার লড়াইয়ে দৃঢ়তার সাথে আমরা নিজেদের আরো বেশি আত্মনিয়োগ করে সংগ্রাম চালিয়ে যাবো।
দেশের প্রগতিশীল বন্ধুপ্রতিম ছাত্র সংগঠনসমূহের সাথে সু-সম্পর্ক বজায় রেখে ঐক্যবদ্ধভাবে রাষ্ট্রীয় নিপীড়ন, শিক্ষার বাণিজ্য, শিক্ষাপ্রতিষ্ঠানে নৈরাজ্য, সন্ত্রাস-দখলদারিত্বের বিরুদ্ধে এবং শিক্ষা রক্ষার লড়াইয়ের আমাদের সংগঠন লড়াই করবে।

পাহাড়ে রাষ্ট্রীয় বাহিনীর অন্যায় দমন-পীড়ন, ভূমি বেদখল, নারীর ওপর নিপীড়ন, উগ্র সাম্প্রদায়িকতা, সংকীর্ণ উগ্র জাতীয়তাবাদের বিরোধীতা সহ সকল অপশাসনের বিরুদ্ধে আমাদের অবস্থান দৃঢ় থাকবে। সকল জাতিসত্তার মাতৃভাষায় শিক্ষা লাভের অধিকার নিশ্চিতসহ পিসিপির শিক্ষা সংক্রান্ত পাঁচ দফা পূর্ণবাস্তবায়নের লক্ষ্য আমরা সংগ্রাম করবো। এছাড়াও পার্বত্য চট্টগ্রামে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে এবং পাহাড়ে মানসম্মত শিক্ষা, শিক্ষক সংকট নিরসনসহ শিক্ষা সংশ্লিষ্ট দাবি আদায়ের লক্ষে আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।

Post a Comment

Previous Post Next Post