বিপুল চাকমাসহ ৪ নেতাকে হত্যার বিচারের দাবিতে

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচি শুরু; চলবে আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত

 

ছবি: স্কুল শিক্ষার্থীদের স্বাক্ষর করছেন
পানছড়িতে বিপুল চাকমাসহ চার নেতা হত্যার বিচারের দাবিতে সংগঠনের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খাগড়াছড়ি জেলায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ কর্মসূচী শুরু হয়েছে। 

আজ রবিবার (২১ জানুয়ারী ২০২৪) বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) পানছড়ি উপজেলা শাখার উদ্যোগে পূজগাং মূখ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্বাক্ষর সংগ্রহ করার মধ্য দিয়ে এই কর্মসূচী শুরু হয়। এতে শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। স্বাক্ষর সংগ্রহের  এই কর্মসূচী ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে।

এসময় পাহাড়ি ছাত্র পরিষদের পানছড়ি উপজেলা শাখার সভাপতি সুনীলময় চাকমা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, শাসকগোষ্ঠী পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতিকে ঘোলাটে করতে সেনাসৃষ্ট ঠ্যাঙাড়ে বাহিনী লেলিয়ে দিয়ে বিপুল চাকমাসহ চার নেতাকে হত্যা করেছে। এই হত্যাকান্ডের প্রতিবাদে পার্বত্য চট্টগ্রামের জনগণ গত জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে। পানছড়ি বাজার বয়কট কর্মসূচী এখনও চলমান রয়েছে। গত ১৮ জানুয়ারি পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রণালয় বরাবরে স্বারকলিপি প্রদান করা হয়েছে। অর্থাৎ বিপুল চাকমাসহ চার নেতা হত্যার বিচার খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে লাগাতার কর্মসূচি  চলমান রয়েছে।

প্রশাসন জনগণের দাবি উপেক্ষা করছে অভিযোগ করে তিনি আরও বলেন, ঠ্যাঙারেদের লেলিয়ে দিয়ে ভয়-ভীতি প্রদর্শণ করে পানছড়ির বিভিন্ন স্থানে জনগণের বিকল্প বাজার ব্যবস্থাকে বন্ধ করে দেয়ার প্রচেষ্টা চালানো হচ্ছে। অথচ প্রশাসনের সদিচ্ছা থাকলে খুনীদের গ্রেফতার করে পানছড়িতে স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে পারে।

নেতৃবৃন্দ বিপুল চাকমাসহ চার নেতা হত্যার বিচারে দাবীতে স্বাক্ষর সংগ্রহ কর্মসূচী সফল করা জন্য শিক্ষার্থীদের  আহ্বান জানান।

Post a Comment

Previous Post Next Post