‘খাগড়াছড়ির পানছড়িতে বিপুল চাকমা, সুনীল ত্রিপুরা, লিটন চাকমা ও রুহিন বিকাশ ত্রিপুরার খুনী-সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে’ আগামীকাল ২০ জানুয়ারি ২০২৪, শনিবার সকাল ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করবে পার্বত্য চট্টগ্রামে আন্দোলনকারী ৫ সংগঠন।
প্রেসক্লাবের ২য় তলায় জহুর হোসেন চৌধুরী হল রুমে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলন আয়োজনকারী সংগঠনগুলো হলো- ইউনাইটেড ওয়ার্কার্স ডেমোক্রেটিক ফ্রন্ট, বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ, পার্বত্য চট্টগ্রাম নারী সংঘ, হিল উইমেন্স ফেডারেশন ও গণতান্ত্রিক যুব ফোরাম।
বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)-এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অমল ত্রিপুরা স্বাক্ষরিত সাংবাদিক আমন্ত্রণ পত্রে এ সংবাদ সম্মেলনের কথা জানানো হয়েছে।
সংবাদ সম্মেলনে পাঁচ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।
আমন্ত্রণপত্রে অমল ত্রিপুরা সংবাদ সম্মেলনে উপস্থিত থাকার জন্য দেশের পত্রিকা/সংবাদ সংস্থা/টেলিভিশন চ্যানেল/এফএম রেডিও ও অনলাইন মিডিয়ার প্রতিনিধি ও ভিডিও-স্থিরচিত্র গ্রাহককে সাদরে আমন্ত্রণ ও আহ্বান জানিয়েছেন।
.jpg)
Post a Comment