পানছড়িতে সাবেক ছাত্রনেতা বিপুল চাকমাসহ চার জন হত্যার ঘটনায় আদালতে মামলা

খাগড়াছড়ি জেলা পানছড়িতে ইউপিডিএফের চার যুব নেতা বিপুল, সুনীল, লিটন ও রুহিনের হত্যার ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে।

গত রবিবার (২৮ জানুয়ারি ২০২৪) দুপুর ১:৩০টায় খাগড়াছড়ি চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট (আমলী) আদালতে বিজ্ঞ ম্যাজিষ্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক-এর বেঞ্চে মামলাটি দায়ের করেন গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সদস্য জুনেট চাকমা।

মামলায় ঠ্যাঙাড়ে নব্যমুখোশ বাহিনীর ১৮ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মামলার আবেদনের পর বাদী জুনেট চাকমা আদালতে বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের সামনে ঘটনার বিস্তারিত বিবরণ তুলে ধরেন।

এরপর সিনিয়র ম্যাজিষ্ট্রেট জিএম ফারহান ইসতিয়াক মামলাটি গ্রহণ করে এতে স্বাক্ষর করেন এবং Police Bureau of Investigation (PBI)-কে মামলা তদন্তের নির্দেশ জারি করেন।

এ সময় আদালতে বাদীর পক্ষে আইনী লড়াইয়ে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জজকোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট ভূলন ভৌমিক ও খাগড়াছড়ি জেলা আইনজীবী এডভোকেট আবদুল্লাহ আল মামুন।   

উল্লেখ্য, গত ১১ ডিসেম্বর ২০২৩ রাতে খাগড়াছড়ির পানছড়ি উপজেলার পুজগাঙের অনিল পাড়ায় সেনা মদদপুষ্ট ঠ্যাঙাড়ে নব্যমুখোশ সন্ত্রাসীরা গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও পিসিপির সাবেক সভাপতি বিপুল চাকমা, পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনীল ত্রিপুরা, গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা সহ-সভাপতি লিটন চাকমা ও ইউপিডিএফ সদস্য রুহিন বিকাশ ত্রিপুরাকে গুলি করে নির্মমভাবে হত্যা করে।

উক্ত ঘটনায় পার্বত্য চট্টগ্রামসহ দেশে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভ সংগঠিত হয়। দেশে-বিদেশে নিন্দার ঝড় ওঠে। কিন্তু হত্যাকাণ্ডের দেড় মাস অতিবাহিত হলেও প্রশাসন এখনো খুনিদের গ্রেফতারে কোন উদ্যোগে গ্রহণ করেনি।

Post a Comment

Previous Post Next Post