পাহাড়ি ছাত্র পরিষদের রামগড় উপজেলা শাখার ৫ম কাউন্সিল সম্পন্ন

ছবি: পিসিপির রামগড় উপজেলা শাখার নবনির্বাচিত কমিটির নেতা-কর্মীরা শপথ গ্রহণ করছে।

রামগড় প্রতিনিধি: বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) -এর রামগড় উপজেলা শাখার ৫ম কাউন্সিল সম্পন্ন হয়েছে।

বুধবার (২৯ নভেম্বর ২০২৩) রামগড় সদর এলাকায় অনুষ্ঠিত কাউন্সিলের ব্যানার শ্লোগান ছিল “পাহাড়ি জনগনের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে শাসকের পদলেহনকারি দালাল-প্রতিক্রিয়াশীলতার বিরুদ্ধে এবং নারীর সম্ভ্রম রক্ষার্থে ছাত্রসমাজ ঐক্যবদ্ধ হোন”। দলীয় সংগীতের মাধ্যমে কাউন্সিলের অনুষ্ঠান শুরু হয়।

কাউন্সিল অধিবেশন শুরুতে শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

কাউন্সিল অধিবেশনে নয়ন চাকমার সভাপতিত্বে ও বাহাদুর ত্রিপুরার সঞ্চালনায় বক্তব্য রাখেন ইউপিডিএফ সংগঠক জিরান চাকমা ও দেবেশ চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রিতা চাকমা ও পাহাড়ি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা সভাপতি শান্ত চকমা।

ইউপিডিএফ-এর অন্যতম সংগঠক জিরান চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামসহ দেশে বর্তমান নাজুক পরিস্থিতি বিরাজ করছে। আওয়ামী আবারো ক্ষমতা দখল করতে একতরফাভাবে তফসিল ঘোষণা করে দ্বাদশ সংসদ নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। এ বিষয়ে আমাদের পার্টির পক্ষ থেকে আশঙ্কা ব্যক্ত করে বিবৃতি প্রদান করা হয়েছে। আগামীতে দেশের পরিস্থিতি আরো খারাপ হতে পারে। তাই সকল পরিস্থিতি মোকাবেলার জন্য আমাদেরও প্রস্তুত থাকতে হবে। এ জন্য ছাত্র সমাজকে আরো বেশি সোচ্চার হতে হবে।

তিনি আরো বলেন, পার্বত্য চট্টগ্রামে পাহাড়ি জনগণের ন্যায্য আন্দোলন দমন করার জন্য নারী নির্যাতন, ভূমি বেদখল, অন্যায় দমন-পীড়ন জারি রাখা হয়েছে। ফলে কখন যে নারী ধর্ষণ হয়, কখন যে ভূমি বেদখল করা হয়, কখন কাউকে গ্রেফতার করা হয় এ নিয়ে সবসময় চিন্তায় থাকতে হয়। তিনি নারী আত্মরক্ষা কমিটি গঠনের মাধ্যমে নিজেদের সম্ভ্রম রক্ষার জন্য নারী সমাজের প্রতি আহ্বান জানান।

পিসিপি নেতা শান্ত চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের ছাত্রসমাজ দিন দিন অপসংস্কৃতির প্রতি আসক্ত হচ্ছে। জাতির জন্য এটা শুভ লক্ষণ নয়। এদেশের শাসকগোষ্ঠি চায় পার্বত্য চট্টগ্রামের ছাত্র সমাজকে আন্দোলন বিমুখ করতে। তাই এ বিষয়ে ছাত্র সমাজকে সতর্ক ও সজাগ থাকতে হবে।

তিনি পাহাড়িদের অস্তিত্ব রক্ষা ও ন্যায্য দাবি পূর্ণস্বায়ত্তশাসন প্রতিষ্ঠার লড়াই বেগবান করতে ছাত্র সমাজকে এগিয়ে আসার আহ্বান জানান।।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে পিসিপির জেলা সভাপতি শান্ত চাকমা পুরোনো কমিটি বিলুপ্ত ও নতুন কমিটি ঘোষণা এবং শপথ বাক্য পাঠ করান।

বাহাদূর ত্রিপুরাকে সভাপতি ও তৈমাং ত্রিপুরাকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে ১৫ সদস্য বিশিষ্ট পিসিপির রামগড় উপজেলা শাখার নতুন কমিটি গঠিত হয়।

Post a Comment

أحدث أقدم