নান্যাচর গণহত্যার তিন দশক পালন করেছে পিসিপি

নান্যাচর প্রতিনধি : নান্যাচর গণহত্যার ৩ দশক উপলক্ষে সংক্ষিপ্ত শোকসভা করেছে বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি), নান্যাচর উপজেলা শাখা। 

আজ শুক্রবার, ১৭ নভেম্বর ২০২৩ বিকাল ৫টার সময় নান্যাচরে আয়োজিত সংক্ষিপ্ত শোকসভায় পিসিপি'র নান্যাচর উপজেলা শাখার সভাপতি সুমেত চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের নান্যাচর উপজেলা সভাপতি প্রিয়তন চাকমা, হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক পূজা চাকমা,পিসিপি রাঙ্গামাটি জেলার সাধারণ সম্পাদক তনুময় চাকমা ও ইউপিডিএফ সংগঠক কৃতি চাকমা উপস্থিত ছিলেন।

সভা শুরুর পূর্বে অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে নান্যাচর গণহত্যায় নিহতদের প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেন বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা।

সন্ধ্যায় প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি থাকলেও ঘুর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট প্রাকৃতিক বৈরি আবহাওয়ার কারণে তা করা সম্ভব হয়নি।

সংক্ষিপ্ত শোকসভায় বক্তারা বলেন, দীর্ঘ ৩০ বছরেও বাংলাদেশ নামক এ রাষ্ট্র নান্যাচর গণহত্যার বিচার করেনি। তাই এর এই রাষ্ট্রের কাছ থেকে পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগণ যুগ যুগ ধরে ন্যায়বিচার থেকে বঞ্চিত রয়েছে। শুধু নান্যাচর গণহত্যা নয়, পার্বত্য চট্টগ্রামে এ যাবত ডজনের অধিক গণহত্যা সংঘটিত হয়েছে, কিন্তু কোনটিরই বিচার আমরা পাইনি।

বক্তারা পার্বত্য চট্টগ্রামে নিপীড়ন-নিষ্পেষন, অত্যাচার-নিপীড়নের ইতিহাস সম্পর্কে জেনে তার থেকে শিক্ষা নিয়ে জাতীয় অস্তিত্ব রক্ষার জন্য সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান।

সভা থেকে বক্তারা নান্যাচর গণহত্যাসহ পার্বত্য চট্টগ্রামে সংঘটিত ডজনের অধিক গণহত্যাসহ সকল মানবাধিকার লঙ্ঘনের বিচার ও সুষ্ঠু গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টির দাবি জানান।

Post a Comment

أحدث أقدم