রাডার লোগাং গণহত্যা সংখ্যা -- হিল লিটারেচার ফোরাম-এর একটি অনিয়মিত প্রকাশনা।

 

রাডার লোগাং গণহত্যা সংখ্যা


  রাডার সম্পাদকীয়

   ----------------------------------------------

                নিরাপত্তা বাহিনীর নগ্ন আক্রমনে লোগাং সংঘটিত নারকীয় গণহত্যায় সত্যিই একটি রক্তের নদী রচিত হলো সেদিন। লাশে পরিণত হল শত শত নিরীহ জীবন। বুলেট, বেয়নেট আর ধারালো দাওয়ের আঘাতে বিক্ষিপ্তভাবে মৃত দেহ পড়ে থাকল। নিকটস্থ সূর্য তরুণ ক্লাবে জড়ো করা হল কয়েক শত লাশের স্তূপ। নিমেষেই ছাই হয়ে গেল হাজার পরিবারের গ্রাম। খবর ছড়িয়ে যায় দ্রুত। পার্বত্য কোলে জমাট বাঁধে শোকের মেঘ। দু'দিন পরে চৈত্র সংক্রান্তি উৎসবের আনন্দ বেদনায় রূপ লাভ করে। অতপর বুক কাঁপে শংকায়। কাঁদো পাহাড়ী জনতা কাঁদো।

 

পিলে চমকানো ক্ষোভ, দুঃখ প্রতিবাদ নাড়া দিয়ে যায় প্রতিটি জুম্ম নর নারীর হৃদয়ে। শোকে যেমন মূর্চ্ছে পড়ে, তেমনি বিক্ষোভে ফেটে পরে শত গুণে নিপীড়িত মানুষ। তারপর পেছনে ফেলে আসি আরো ক’টা দিন। কিছুটা শান্ত হয় পরিবেশ। কিন্তু না, চল্লিশ দিনের মাথায় রাঙ্গামাটিতে আবার হামলা চালানো হয় পাহাড়ী ছাত্র পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী উদ্যাপনের দিনে। আমাদের আশংকা বেড়ে যায়। অবিশ্বাস অনাস্থা বেড়ে যায় সরকারের প্রতি। প্রধান মন্ত্রীসহ বিভিন্ন মন্ত্রী তন্ত্রী ঘটনাস্থল দেখতে যান। তদন্ত কমিটি গঠিত হয়। আমরা ভাবতে থাকি এসব ভেজা বেড়ালের ন্যাকামী। সময় মত ঠিকই নখর থাবা বেরুবে তুলতুলে হাতের ভেতর থেকে। তাই নিশ্চিন্ত হবার কোন অবকাশ নেই, প্রিয় জনতা।

কাউন্টার ইনসার্জেন্সীর সেনা কর্তৃপক্ষ ক্রমশঃ পার্বতা চট্টগ্রামকে কাশ্মীর, প্যালেষ্টাইন বা অন্য কিছু বানানোর পাঁয়তারা করছে। হত্যা, ধর্ষণ, নির্যাতনের অবশেষ আর কোথায় রাখল তারা। এখনো সরকার তালবাহানা করছে। সামরিক দমনে তার আজো অবিচল মনোভাব। দেয়ালে পিঠ ঠেকেছে হে প্রিয় জুম্ম জনগণ। দ্রোহের আগুনে জাগাতে হবে ভয়ার্ত জীবনে। প্রতিরোধের রুদ্র রোষে শাণিত করো ত্রাস্ত  চেতনাকে। যুগের প্রজন্ম সংগ্রামের ডাক দিয়ে যায়। আবাল-বৃদ্ধ-বণিতার সংগঠিত শক্তি বেগবান করবেই আমার তারুণ্যের মহাশক্তিকে। সামনে স্বাধিকারের জীবন আমাদেরই।


বিস্তারিত পড়তে নিচের লিংক থেকে ডাউনলোড করুন - 

➔ রাডার লোগাং গণহত্যা সংখ্যা


Post a Comment

أحدث أقدم