প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি উপলক্ষে পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান

প্রতিষ্ঠার দুই যুগ পূর্তি উপলক্ষে গতকাল ২১ মে মঙ্গলবার খাগড়াছড়িতে হয়ে গেলো পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। সকাল সাড়ে ১১টায় খাগড়াছড়ির সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক প্রদীপন খীসার সভাপতিত্বে পুনর্মিলনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ)-এর সভাপতি প্রসিত খীসা, পানছড়ি উপজেলা চেয়ারম্যান ও সাবেক পিসিপি নেতা সর্বোত্তম চাকমা, মহালছড়ি উপজেলা চেয়ারম্যান সোনা রতন চাকমা, সাবেক্ষ্যং ইউপি চেয়ারম্যান সুপন চাকমা, ঘিলাছড়ি ইউপি চেয়ারম্যান ও সাবেক পিসিপি নেতা অমর জীবন চাকমা, পিসিপি'র সাবেক নেতা রতœ কুসুম চাকমা, পিসিপি'র সাবেক সভাপতি দীপংকর ত্রিপুরা ও পার্বত্য চট্টগ্রাম নারী সংঘের সভাপতি সোনালী চাকমা।
 
এছাড়া মঞ্চে আরো উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপল্‌স ডেমোক্রেটিক ফ্রন্ট(ইউপিডিএফ) এর কেন্দ্রীয় সদস্য উজ্জ্বল স্মৃতি চাকমা, সচিব চাকমা, শান্তিদেব চাকমা, গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি নতুন কুমার চাকমা, বিশিষ্ট মুরুব্বী কিরণ মারমা ও সমারি চাকমা প্রমুখ।

অনুষ্ঠানে প্রসিত বিকাশ খীসা আগামী দিনের লড়াই সংগ্রাম জোরদার করতে দিক নির্দেশনামূলক বক্তব্য দেন।

বিভিন্ন এলাকা থেকে পিসিপি’র সাবেক ও বর্তমান নেতা-কর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনেকে পিসিপি’র আন্দোলনের কথা স্মৃতিচারণ করে বক্তব্য রেখেছেন।

অনুষ্ঠান শেষে এক প্রীতিভোজের আয়োজন করা হয়। এরপর সন্ধ্যায় আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠানের। বিপ্লবী সংগীত, গণজাগরণমূলক গান, নাচ ও নাটিকা এতে পরিবেশন করা হয়। দিঘীনালা ও খাগড়াছড়ির শিল্পীরা এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

 * 'সজাগ' নামে নাটিকার একটি দৃশ্য


Post a Comment

أحدث أقدم