
পিসিপি প্রতিষ্ঠার দুই
যুগ পূর্তি উপলক্ষে আগামী ২১ মে মঙ্গলবার পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন
করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে যারা যারা অংশগ্রহণ করতে আগ্রহী তারা যোগাযোগ করতে পারেন।
যোগাযোগের ঠিকানা:
ঠিকাদার সমিতি ভবন, স্বনির্ভর
খাগড়াছড়ি
মোবাইল: ০১৮২০৭০৭৫৬৭
পুনর্মিলনী অনুষ্ঠানের
জন্য নিয়মাবলী বা করণীয়:
অংশগ্রহণকারীদের আগেবাগে
রেজিষ্ট্রেশন করে নিতে হবে। রেজিষ্ট্রেশন ফি: চাকুরীজীবীদের ক্ষেত্রে ২০০(দুইশত) টাকা
এবং বেকারদের ক্ষেত্রে ১৫০(একশত পঞ্চাশ) টাকা। তবে নির্ধারিত ফি বাদেও আগ্রহীরা ইচ্ছানুসারে
সহযোগিতা প্রদান করতে পারবেন।
অনুষ্ঠানে অংশগ্রহণ করুন,
আপনার/আপনাদের অংশগ্রহণ আগামী দিনের লড়াই সংগ্রাম বেগবান করতে আমাদেরকে অনুপ্রাণিত
করবে।
[ বি:দ্র:- যারা পিসিপি'র গণতান্ত্রিক আন্দোলনকে এগিয়ে নিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন এবং বর্তমান পর্যন্ত করে যাচ্ছেন তারা এ অনুষ্ঠানে অগ্রাধিকার পাবেন ]
* দুই যুগ পূর্তি উপলক্ষে আরো যেসব কর্মসূীচ রয়েছে:
ছাত্র সমাবেশ ও র্যালি
২০ মে ২০১৩, খাগড়াছড়ি
কেন্দ্রীয় কাউন্সিল
২২-২৩ মে ২০১৩, খাগড়াছড়ি
إرسال تعليق